Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

সাংগঠনিক কাঠামো

(ক)     দপ্তরের পটভূমী:

(০১)      মন্ত্রনালয়: দুর্যোগ ব্যবুস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, ঢাকা।

(০২)      অধিদপ্তর: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা।

(০৩)     সংস্থা: জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়, খুলনা।

(০৪)      জেলা/উপজেলা: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় - ৯টি এবং সিটি কর্পোরেশনের- ৫টি থানা।

 

(খ)     বর্তমান জনবল কাঠামো:

 

(০১)      জেলা ও উপজেলায় কর্মকর্তা/কর্মচারী সংখ্যা: ২৯ জন।

(০২)      জেলা কাঠামো:

  • জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা- ১ জন।
  • জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, খুলনা সদর-১জন।
  • উচ্চমান সহকারী -১জন।
  • বেতার যন্ত্র চালক -১জন।
  • অফিস সহকারী জেলা পর্যায়-১জন।
  • অফিস সহকারী সদর থানা-১জন।
  • গাড়ী চালক -২ জন।
  • এমএলএসএস -১জন।
  •  

(০৩)     উপজেলা কাঠামো:

  • উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-৯ জন।
  • উপজেলা অফিস সহকারী- ৯জন।

 

(গ)        উন্নয়নমূলক কাজ:

  • গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা)/গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)/ভিজিএফ/অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী (EGPP)/জলবায়ু ট্রাষ্টফান্ড/বহুমূখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র/কার্লভাট সেতু/ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী যেমন: ঢেউটিন, গৃহ বাবদ মঞ্জুরী, জিআর খাদ্যশস্য, জিআর ক্যাশ, কম্বল, শীতবস্ত্র ও অন্যান্য।