Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলার জনগণের দুর্যোগ ঝুকিঁহ্রাস এবং দুর্যোগ জনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকেন। ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ১৫২৭টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। যাদের মাধ্যমে ১৭৩৮৮৫ WP সোলার প্যানেল করে সরকারি স্কুল/কলেজ/মসজিদ/মন্দির/প্রতিষ্ঠান স্থাপন এবং ১০৩.৩৫ কি:মি: রাস্তা সংস্কার করা হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে পুকুর খনন, তালগাছ রোপন, বায়োগ্যাস, উন্নতচুলা স্থাপন ইত্যাদি। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির মাধ্যমে খুলনা জেলায় ৪৩৩১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। যার মাধ্যমে ১৫০২৩০ WP সোলার প্যানেল সরকারি স্কুল/কলেজ/মসজিদ/ মন্দির/প্রতিষ্ঠান স্থাপন এবং ৪২.৮৭ কি.মি. রাস্তা নির্মাণ এবং ৯৮৫২৮.০৬ বর্গ মিটার মাঠ ভরাট করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে ধর্মীয়, শিক্ষা ও জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান মেরামত ও উন্নয়ন, শিক্ষা উকরণ বিতরণ, গ্রামীণ রাস্তায় অনুর্ধ ৪০ ফুট দীর্ঘ্য ব্রীজ/কালভার্ট ৭৩ টি প্রকল্পের অনুকূলে ২৪,১৪,১৫,৯০৫/- টাকা বরাদ্দ প্রদান করা হয়, বৃক্ষ রোপন ইত্যাদি। অতিদরিদ্রদের কর্মসূচির আওতায় জন হতদরিদ্র গ্রামীন কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৪৫টি প্রকল্পের অনুকূলে ২৫,০০,১৬০০০ টাকা বরাদ্দ প্রদান করেছেন। এছাড়া বছরে দুই  বার ৪০ দিন করে মোট ৮০ দিনের ৩১৩৫২ জন নিবন্ধনকৃত উপকারভোগীর কর্মসংস্থান নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যার এক তৃতীয়াংশ মহিলা।  এছাড়া দুর্যোগের ঝুকিঁ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় বিভিন্ন স্কুল, কলেজ সহ বিভিন্ন জায়গায় মহড়া, পটগান, নাটক ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছি।